শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে জিও ব্যাগ ফেলতে গিয়ে সুগন্ধ্যায় ডুবে শ্রমিকের মৃত্যু ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক এমপি সেলিম উদ্দিন ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩  বরিশালে ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড প্রদানসংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিরুদ্ধে মামলা অসহায় কৃষাণীর মাঠের ধান কেটে দিলেন তালতলী কৃষক দল বিয়ানীবাজারে কিষান-কিষানিদের ব্যস্ত সময় বরগুনার আমতলীতে ভুয়া ডিবি পরিচয়ে মামলার তদন্ত করে চাঁদাবাজি গ্রেফতার ২ পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ : সূচকে ১৬ ধাপ উন্নতি বাংলাদেশের

সরকারি বাঙলা কলেজে আন্তর্জাতিক গণিত দিবস-২০২৫ উদযাপন

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৭৭৩ বার পঠিত

আন্তর্জাতিক গণিত দিবস-২০২৫ উপলক্ষে সরকারি বাঙলা কলেজ গণিত বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। এই দিনটি উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালি, কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণিত বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সুন্দরভাবে অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এবং গনিত বিভাগের বিভাগীয় প্রধান নাহিদা পারভীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে গণিতের বিভিন্ন গুরুত্ব ও তার প্রয়োগ নিয়ে বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ কাউসার পপি, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী, সহকারী অধ্যাপক নাসরিন জাহান চম্পা, প্রভাষক প্রসেনজিৎ গায়ন এবং প্রভাষক মো. সাদেকুন নবী।

এই দিবসটি উদযাপনের প্রথম পর্বে এক আনন্দ র‍্যালির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিশেষ ভাবে গণিতের গুরুত্ব তুলে ধরেন। এরপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের গণিত-সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

বিভাগীয় প্রধান নাহিদা পারভীন বলেন, “গণিত শুধু সংখ্যা ও সূত্রের সমষ্টি নয়, বরং এটি শিল্প, সৃজনশীলতা এবং বিশ্লেষণী দক্ষতার সমন্বয়। গণিত শিক্ষার্থীদের যুক্তিবোধ এবং চিন্তাশক্তিকে শাণিত করে, যা তাদের বাস্তব জীবনে সাফল্যের পথে এগিয়ে নেয়।” তিনি গণিতের অতীত ইতিহাস তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষ দিকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এক সাথে ইফতার করেন। পুরো আয়োজনটি গণিত বিভাগের মধ্যে আন্তরিকতা তৈরি করেছে।

এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা গণিতের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে এবং তাদের জ্ঞানচর্চার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..