২৩ জুন,সোমবার, অনুষ্ঠিত হলো সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি। সরকারি বাঙলা কলেজের কলেজ অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে কলেজের শতাধিক শিক্ষার্থী। কর্মসূচিকে ঘিরে ছাত্রদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তিনি নতুন সদস্যদের মধ্যে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ছাত্ররাজনীতির গুরুত্ব ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ছাত্রদল কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি আদর্শিক ছাত্রসংগঠন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা যুক্ত হতে চায়, তাদের সবার জন্য ছাত্রদলের দরজা সবসময় খোলা। বাঙলা কলেজ ছাত্রদল সবসময়ই দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ নেতৃত্ব উপহার দিয়ে এসেছে। আজকের এই সদস্য সংগ্রহ কর্মসূচি তারই ধারাবাহিকতা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখান থেকে এমন নেতৃত্ব গড়ে উঠবে যারা সংগঠনের পতাকা বুকে ধারণ করে জাতির ভবিষ্যৎ গড়ার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।”
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গৌরবময় ঐতিহ্য ও সংগ্রামের ধারক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে ছাত্রদল ছাত্রসমাজের অধিকার আদায়ে সংগ্রাম করে এসেছে, করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। যারা আজ এই সংগঠনের সদস্য হলো, তাদের প্রতি আমার আহ্বান—তারা যেন সংগঠনের প্রতি দায়িত্বশীল থাকে এবং আদর্শ, শৃঙ্খলা ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে নিজেদের গড়ে তোলে। আগামী দিনের নেতৃত্বের কাণ্ডারি হবার জন্য আজ থেকেই প্রস্তুতি নিতে হবে।”
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, সহ-সম্পাদকবৃন্দ এবং কলেজের বিভিন্ন বিভাগের সক্রিয় নেতাকর্মীরা।