মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবশেষে গাইটালের পানি নিস্কাষনের জন্য ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দিলেন ইউএনও কামরুল হাসান মারুফ প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসার আলিম ক্লাসের উদ্বোধন নান্দাইল চৌরাস্তার গোলচত্বরে সৌন্দর্যবর্ধন কাজ শুরু জাহানারা ইমাম হলে জিএস নির্বাচিত আমতলীর বুশরা বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ফতুল্লা থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক দাওয়াত না পেয়ে মাদ্রাসার খাবার খেয়ে গেলেন বিএনপি নেতাকর্মীরা আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৬৪ বস্তা সার জব্দ।

আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রশ্নের মুখে বিএনপি নেতা ফোরকান মাস্টার

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৭৮৭ বার পঠিত
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খালেদুজ্জামান খান ওরফে ফোরকান মাস্টারের রাজনৈতিক অবস্থান নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা গেছে, তিনি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কিছু ফুটেজে দেখা যায়, ফোরকান মাস্টার শেখ রাসেলের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে ফুল দিচ্ছেন। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবিও ছড়িয়ে পড়ে। এসব তথ্য সামনে আসার পর বিএনপির ভেতরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
দলের নেতাকর্মীরা বলছেন, ফোরকান মাস্টারের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। স্থানীয় নেতাদের কেউ কেউ অভিযোগ করেছেন, ইউনিয়ন বিএনপির একজন প্রচার সম্পাদককে আওয়ামী লীগ কর্মী হিসেবে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় ফোরকান মাস্টার জড়িত। একইভাবে, বিএনপির এক কোষাধক্ষ্যের মায়ের ওপর হামলার পেছনেও তাঁর ভূমিকা ছিল বলে দাবি করেছেন অনেকে।
এ নিয়ে ফেসবুকে কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের এক নেতা স্ট্যাটাস দিয়ে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, এসব তথ্য ফাঁস করায় ফোরকান মাস্টার তাঁর বাড়িতে ‘সন্ত্রাসী’ পাঠিয়ে হামলা ও তল্লাশি চালান।
স্থানীয় বিএনপি নেতাদের একাংশ ফোরকান মাস্টারকে দল থেকে বহিষ্কার ও তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁকে আইনের আওতায় আনতেও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে আনা হয়েছে।
ফোরকান মাস্টার সম্পর্কে এসব অভিযোগে কনকদিয়া ইউনিয়ন বিএনপিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলে তাঁর অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে—তিনি বিএনপির নাকি আওয়ামী ঘরানার?

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..