শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি বেতাগীতে অগ্নিকান্ডে নিঃস্ব ৩ পরিবার, বসতঘর পুড়ে ছাই বৈছাআ রংপুর ও নাটোর জেলা শাখার আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈধতা দেয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন মাইলস্টোন কলেজের সেই শিক্ষকের কবর জিয়ারত করলেন আফরোজা আব্বাস থানায় প্রবেশ করে পুলিশকে ছুরিকাঘাত করা সেই ব্যক্তির মরদেহ উদ্ধার মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার ফেসবুকে জন দু্র্ভোগের পোস্ট করায় কালবেলা আমতলী প্রতিনিধিকে হুমকি! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সংগঠককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা

নান্দাইলে যুগের হাওরে পুলিশ ডিউটি বক্সটি সংস্কার চায় এলাকাবাসী

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৫৭৯১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নান্দাইল তাড়াইল ১৬ কি.মি. সি এন্ড বি রাস্তাটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ। উক্ত রাস্তা দিয়ে প্রতি দিন অসংখ্য লোক রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। এটাকে ভাটি বাংলার প্রবেশদ্বার বলা হয়। তাছাড়া ঈদ মৌসুম সহ অন্ধকার রাত্রিতে যুগের হাওর নামক স্থানে বিভিন্ন সময় নানা দুর্ঘটনা ঘটে থাকে। নান্দাইল উপজেলার বড়াইল পর্যন্ত শেষ সীমান্ত। পুলিশ টহল নির্বিঘ্নে করতে ২০০৬ সনে বট গাছের অপর পাশে যুগের হাওরে পুলিশ ডিউটি বক্স নামে এক রুম বিশিষ্ট স্থাপনা করে। এতে মানুষ নির্ভয়ে চলাচল করতে পারে। যেখানে নান্দাইল মডেল থানার পুলিশ রাতে টহল দিতে গিয়ে উক্ত স্থানে বিশ্রাম নিতে পারতো। তাছাড়া বর্ষাকালে উভয় পাশে পানি কানায় কানায় পুর্ণ হওয়ায় দূর দুরান্ত থেকে প্রকৃতি প্রেমীরা ছুটে আসে এর নান্দনিকতা উপভোগ করতে।

কিন্তু বিগত কয়েক বছর পুর্বে এর যথাযথ ব্যবহার না হওয়া পুলিশ ডিউটি বক্সটি মাদক সেবীদের আস্তানায় রূপান্তরিত হয়। গ্রিল গুলো থানায় খুলে নিয়ে আসে সাবেক ওসি মো,মিজানুর রহমান আকন্দ। এ বিষয় তখন জানতে চাইলে পুলিশ ডিউটি বক্সট আরও আধুনিকায়ন করা হবে বলে তিনি জানান । কিন্তু অদ্যবধি আধুনিকায়ন তো দূরের কথা সংস্কার না হওয়ায় বিলীন হতে চলেছে। অথচ এর পাশে পচা ডিমের ভাগাড়। যেখানে রাতে যদি পুলিশ টহল থাকত তা এভাবে রাস্তার উপরে ময়লা আবর্জনা জমা রাখতে পারতনা।

এ বিষয়ে উলুহাটি পাওয়ার জেনারেশন এর সভাপতি মোহাম্মদ আকাইদ জানান, সম্প্রতি পচা ডিমের আবর্জনা না ফেলার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক সতর্কবাণী সম্বলিত যে সাইনবোর্ড প্রর্দশন করা হয়েছে এতে সংগঠনে পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানান।

তিনি আরও জানান বর্ষাকালে যেহেতু এ রাস্তার দুপাশে নান্দনিক অপরূপ সাজে সজ্জিত হয় সেখানে উপভোগ্য কিছু করা যায় তা বিবেচনা রাখার আহবান জানান।

পুলিশ ডিউটি বক্স দ্রুত সংস্কার সহ উক্ত রোডে পুলিশী টহল আরও জোরদারে জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসী জোর দাবি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..