শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি বেতাগীতে অগ্নিকান্ডে নিঃস্ব ৩ পরিবার, বসতঘর পুড়ে ছাই বৈছাআ রংপুর ও নাটোর জেলা শাখার আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈধতা দেয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন মাইলস্টোন কলেজের সেই শিক্ষকের কবর জিয়ারত করলেন আফরোজা আব্বাস থানায় প্রবেশ করে পুলিশকে ছুরিকাঘাত করা সেই ব্যক্তির মরদেহ উদ্ধার মুরাদনগরে গোমতী নদীর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার ফেসবুকে জন দু্র্ভোগের পোস্ট করায় কালবেলা আমতলী প্রতিনিধিকে হুমকি! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সংগঠককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা শেখ হাসিনার ’গুলি চালাও’ নির্দেশ: আল জাজিরার অভিযোগ

নান্দাইলে থানা হাজতিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন ইউএনও সারমিনা সাত্তার

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫৭৮৩ বার পঠিত

সভ্যতার বিকাশে বইয়ের কোন বিকল্প এখনো কোন বস্তু আবিস্কার হয়নি। যে বইয়ের মাধ্যমে মানুষ নিজকে পরিবারকে ও রাস্ট্রকে ভালো ভাবে চিনতে ও বোঝার সুযোগ পায় এবং আত্ন শুদ্ধির অন্যতম নিয়ামক হিসাবে কাজ করে।

এমনি ভাব ধারায় জ্ঞানের সুক্ষতার মাধ্যমে নান্দাইল মডেল থানার আগত হাজতিদের আত্ন শুদ্ধির প্রাথমিক স্টেজ হিসাবে এক ব্যতিক্রম ধর্মী পন্থা আবিস্কার করলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। মডেল থানার ভিতরে গড়ে তোলেন জ্ঞানের অমিয় ভুবন বুক কর্নার। যে কর্নারের মাধ্যমে হাজতিরা অবসর সময় দুশ্চিন্তা নয় অত্যন্ত আনন্দঘন পরিবেশ ধর্মীয় কিতাব, বিভিন্ন গল্প উপন্যাস কবিতা পড়ে নিজেদেরকে অসহায় নয় ফুরফুরে মেজাজে থাকার সুযোগ পাবে। আজ মঙ্গলবার বুক কর্নার উদ্ভোধন করলেন ইউএনও সারমিনা সাত্তার।

এসময় সাথে ছিলেন আরেক জন কর্মবীর সহকারী কমিশনার ( ভুমি ) ও নির্বাহী অফিসার মো: ফয়জুর রহমান
মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো আনোয়ার হোসেন বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মো,এনামুল হক বাবুল, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো রবিউল আলম ফরাজি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উদ্ভোধন কালে ইউএনও সারমিনা সাত্তার বলেন, বই মানুষকে জ্ঞানী করে মহৎ করে। যার মাধ্যমে আঁধারে আলো ফিরে পায়। অন্ধকার জীবন থেকে জ্ঞানের আলোয় স্বমহিমায় উদ্ভাসিত হয়। হাজতি হিসাবে যারা আসে তারা অবহেলা নয় এ সময়টা ভালো ভাবে কাটে সে দিক বিবেচনা করে কর্নার স্থাপনে পরিকল্পনা করেছি।

ইতিমধ্যে এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা টক অব দি টাউনে পরিনত হয় প্রশংসায় ভাসতে থাকেন এ ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণের জন্য। এভাবে মানুষ মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকে। এ সময় বই পড়া আন্দোলনের নান্দাইল উপজেলা শাখা সভাপতি এনামূল হক বাবুল পাঁচ হাজার টাকা মুল্যে বই বই কর্নারে প্রদান করেন।

নান্দাইল আরও নতুন নতুন সাজে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..