শনিবার, ১০ মে ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি কাঠালিয়ায় মাদ্রাসার সামনের সড়কে খানাখন্দ; সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন দ্বিতীয় বারের মতো সরকারি বাঙলা কলেজে আয়োজিত হয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা বর্ণাঢ্য আয়োজনে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস” উদযাপন বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন বাড়ির উপর ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন; বিপাকে বিয়ানীবাজারবাসী নান্দাইলে ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের ব্যাটারি চালিত অটো রিক্সা পেলেন আব্দুর রহমান বরগুনা-১ আসনের সাবেক এমপির স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ বিয়ানীবাজারে হেলমেট ব্যবহারে উদাসীন বাইকাররা

নান্দাইলে ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের ব্যাটারি চালিত অটো রিক্সা পেলেন আব্দুর রহমান

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৭৫৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সমাজসেবা অধিদফতরের অধীনে ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান হিসাবে যাতে অপরের দারস্থ না হতে হয় নিজে স্বাবলম্বী হয়ে পরিবার পরিজন নিয়ে চলতে পারে সে লক্ষ্য সরকার ভিক্ষুক পুর্নবাসন প্রকল্প চালু করে।
তাদের বিকল্প আয়ের উৎস হিসাবে ব্যাটারি চালিত অটো রিক্সা প্রকল্প গ্রহণ করে।
সে লক্ষ্য গতকাল উপজেলার মোয়াজ্জেম পুর ইউনিয়নের সৈয়দ গাও নিবাসী মো আব্দুর রহমানকে ব্যাটারি চালিত অটো রিক্সা প্রদান করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
রিক্সা প্রদান কালে ইউএনও সারমিনা সাত্তার বলেন, ভিক্ষা বৃত্তি নয়, যারা কাজ করার সামর্থ্য প্রতিটি মানুষ কর্ম করে চলতে হবে। কর্ম ছোট কিংবা বড় তাতে কোন দোষ নেই। ভিক্ষা বৃত্তি সামাজিক ব্যাধি। এ থেকে বেরিয়ে আসতে হবে। অযথা পরের উপর বোঝা হয়ে থাকা অভিশাপ সরূপ।
রিক্সা পেয়ে আব্দুর রহমান এর কাছে এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি আজ অত্যন্ত আনন্দিত। আমি আর কারো উপর নির্ভর করবনা। আমি নিজের পায়ে ভর করে স্বাবলম্বী হতে চাই এবং পরিবার পরিজন নিয়ে বেচে থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ও ম্যাজিস্ট্রেট মো ফয়জুর রহমান উপজেলা সমাজ সেবা অফিসার মো মিজানুল ইসলাম আকন্দ, সহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ। তারঘাট আনছারীয়া ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম জানান, এ উদ্যোগ সময়োপযোগী। আজকাল অনেকে রাস্তাঘাট ভিক্ষুকরা অন্যের দারস্থ হয় যা সামাজিক ও দৃষ্টিতে ভালো নয়। এতে এক শ্রেণি শারীরিক সক্ষম লোক এ পথে ধাবিত হচ্ছে । কিন্ত সমাজ সেবা অধিদফতরে এরকম মহতী উদ্যোগের জন্য প্রশংসার দাবি রাখে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..