বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিঝুমদ্বীপে চরমোনাইপন্থি ইসলামি যুব আন্দোলনের নেতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ ফৌজিয়া সাফদার সোহেলী হাতিয়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুল অনিয়ম, ঘুষ,দুর্নীতির আখড়া প্রাণ-আরএফএলের নামে বিষাক্ত পন্য তৈরির অভিযোগ এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে নলছিটির সম্ভাবনাময় হাড়িখালি গ্রাম হঠাৎ অস্থির ডালের বাজার, কেজিতে বেড়েছে ২০ টাকা প্রচলিত প্রতিহিংসার রাজনীতির পরিবর্তন করতে হবে: তারেক রহমান

মেহেরপুরে করোনা প্রতিরোধে আগাম প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৭৭৪ বার পঠিত

মুজিবনগর প্রতিনিধি:

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি বলেন, “আবারও করোনার সংক্রমণের আলামত পাওয়া যাচ্ছে। এখনই আমাদের আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সতর্ক হতে হবে। মাস্ক পরিধান ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলা এখন জরুরি।”

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক আরও বলেন, “নিজের পরিবার এবং সমাজকে সুরক্ষিত রাখতে জনসমাগম এড়িয়ে চলতে হবে।” একই সঙ্গে তিনি জেলার স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে সিভিল সার্জন অফিস এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, হাসপাতালের আরএমও ডা. সউদ কবীর, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল্লাহ আল আমিনসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা এবং করোনা প্রতিরোধে জনসম্পৃক্ততার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..