বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিঝুমদ্বীপে চরমোনাইপন্থি ইসলামি যুব আন্দোলনের নেতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ ফৌজিয়া সাফদার সোহেলী হাতিয়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুল অনিয়ম, ঘুষ,দুর্নীতির আখড়া প্রাণ-আরএফএলের নামে বিষাক্ত পন্য তৈরির অভিযোগ এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে নলছিটির সম্ভাবনাময় হাড়িখালি গ্রাম হঠাৎ অস্থির ডালের বাজার, কেজিতে বেড়েছে ২০ টাকা প্রচলিত প্রতিহিংসার রাজনীতির পরিবর্তন করতে হবে: তারেক রহমান

মুরাদনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৭৮০ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার কংগ্রেস। ২০২৪-২৫ অর্থবছরে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তন হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রোগ্রাম এর সিনিয়র মনিটরিং কর্মকর্তা সারোয়ার জামান।

উপ-সহকারি সংরক্ষন কর্মকর্তা মোশারফ হোসেন এর সঞ্চালনায় ও মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সিনিয়র মনিটরিং অফিসার, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ শেখ আজিজুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী এবং সাংবাদিকসহ শতাধিক স্টেকহোল্ডার।

এসময় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..