বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিঝুমদ্বীপে চরমোনাইপন্থি ইসলামি যুব আন্দোলনের নেতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ ফৌজিয়া সাফদার সোহেলী হাতিয়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুল অনিয়ম, ঘুষ,দুর্নীতির আখড়া প্রাণ-আরএফএলের নামে বিষাক্ত পন্য তৈরির অভিযোগ এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে নলছিটির সম্ভাবনাময় হাড়িখালি গ্রাম হঠাৎ অস্থির ডালের বাজার, কেজিতে বেড়েছে ২০ টাকা প্রচলিত প্রতিহিংসার রাজনীতির পরিবর্তন করতে হবে: তারেক রহমান

সন্ত্রাসী করলে দলের মধ্যে ঠাঁই হবে না – ইয়াসের খান চৌধুরী

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৭৮০ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার নান্দাইলে উন্নয়নের নামে বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও কর্মসৃজনের মত প্রকল্পগুলোর কোন কাজ না করে শুধু কাগজে কলমে কাজ দেখিয়ে সরকারের কোটি কোটি লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে নান্দাইলের বড় বড় রাস্তা, ব্রীজ, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছিল। বিগত দিনে আমার পিতা ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সভাপতি ও নান্দাইলের সাবেক এমপি মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী ও আমার মরহুম চাচা ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহবায়ক নান্দাইলের বার বার নির্বাচিত সাবেক এমপি মরহুম খুররম খান চৌধুরীর মাধ্যমেই এত উন্নয়ন সাধিত হয়েছিল। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল। আমার বাবা নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী যেভাবে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির কর্মী সম্মেলনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে যাচাই বাছাই করে কমিটি দিয়েছিলেন ঠিক সেই ভাবে আমিও বিএনপির কমিটি দিয়ে নতুন নেতৃত্ব তৈরি করা হবে বলে গাংগাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার (২৩ জুন) বিকাল ৫টায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের মাঠে গাংগাইল ইউনিয়ন বিএনপির আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান ভূইঁয়া, কাজী গোলাম মোস্তুফা, উপজেলা বিএনপির সদস্য সাইফুল আলম, আব্দুল কদ্দুছ মাস্টার, নূরুল হক নূরু, গাংগাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবদুল্লাহ ভূইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ সহ প্রমুখ। গাংগাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন শুরু পূর্বে নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী পিতা নান্দাইলের সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল সহ তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..