কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন জাওয়ার ইউনিয়নের মাখনার বিল নিয়ে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৩ জুলাই (বুধবার) বেলা ১১ টায় জাওয়ার ইউনিয়নের মাখরান বিলের পাড়ে কয়েকশত কৃষকদের নিয়ে নুর মোহাম্মদের সঞ্চালনায় এ মানবন্ধনটি করা হয়।
মানববন্ধন থেকে জানা যায়, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন জাওয়ার ইউনিয়নের মাখনার বিলটি সরকার থেকে ইজারা এনে জাওয়ার গ্রামের প্রভাবশালী এড. শাহরিয়ার খান, জাকারিয়ার খান পল্টু গংদের নিকট সাবলিজ দিয়ে দেয়। সাবলিজ গ্রহীতারা জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আ: ওয়াহাব ও সম্পাদক গোবিন্দ বর্মকে অবৈধভাবে বিলে বাধ নির্মাণ করেছে। ফলে এলাকার প্রায় ৫০০ একর কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে কৃষকগণ তাদের কৃষি জমি আবাদ করতে পারছে না। তাছাড়া বিল থেকে অবৈধভাবে খাল খনন করে মাটি বিক্রি করছে। বিলটির আয়তন প্রায় ১৮২ একর থাকলেও ইজারাদাররা এলাকার কৃষকদের ফসলী জমি জোড়পূর্বক দখলে নিয়ে প্রায় ৭০০ একর জমিতে মাছের চাষাবাদ করছে। কৃষকদের জমিতে চাষাবাদ করতে দিচ্ছে না।
এলাকার দরিদ্র কৃষকগণ এসব অবৈধকাজে বাধা দেওয়ায় এলাকার ২৯ জন কৃষকের নামে ২৯ মে ২০২৫ তারিখে ১৪৩, ৪৪৭ ৩৭৯ ১১৪, ৫০৬ ধারায় তাড়াইল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন। মামলা নং- ১৩।
মাখরান বিলটি অবৈধভাবে সাবলিজ, বিলে খাল খনন করে মাটি বিক্রি, বাধ নির্মাণ, কৃষকদের জমি জোড় পূর্বক দখলে বাধা দেওয়ার কারণে এলাকাবাসীর বিরোদ্ধে মিথ্যা মামলা করায় এলাকার কৃষকদের মাঝে আতংক বিরাজ করছে।
মিথ্যা প্রত্যাহারের দাবীতে কয়েকশত লোকের জমায়েতে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মাস্টার, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিদ্দীকুর রহমান, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আখলাকুল ইসলাম অংকুর, জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ খান, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মুহাম্মাদ, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মরাজ ও ব্যবসায়ী মহিউদ্দিন প্রমুখ।