মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চিলমারীতে মিথ্যা মামলায় আটক জেলের মুক্তির দাবিতে মানববন্ধন বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু উলিপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারীদের কর্ম বিরতি, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। করিমগঞ্জে নবীন বরন, সংবর্ধনা, বিতর্ক, আলোচনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত আমতলীতে নবম শ্রেণির ছাত্রের যুদ্ধবিমান আবিষ্কার, অর্থসংকটে থেমে আছে সিফাতের স্বপ্নযাত্রা আমতলীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা, র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পুলিশের হাতে শিক্ষক লাঞ্ছিত — জাতি হিসাবে আমরা ব্যর্থ ও লজ্জিত: বিএনপি নেতা ড. কাজী মনির পরপারে পাড়ি জমালেন সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো: আব্দুল হামিদ

ইতিহাস গড়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৭৯১ বার পঠিত
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল-----------------------------ছবি : বাফুফে

দেশের ফুটবলে নতুন এক জোয়ার বইছে। যে জোয়ারে ভেসে যাচ্ছে প্রতিপক্ষরা। একের পর এক আসছে সাফল্য। ক’দিন আগেই প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। একমাস পরই আবারও এশিয়ান মঞ্চে খেলা নিশ্চিত করল বাংলাদেশের আরেক দল। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।

আজ রোববার (১০ আগস্ট) শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপে কোয়ালিফাই করতো বাংলাদেশ। কিন্তু কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে অপেক্ষা বাড়িয়েছিল আফঈদা-সাগরিকারা। সেই অপেক্ষা দীর্ঘ হয়নি। দিনের আরেক ম্যাচে চীনের কাছে লেবানন বড় ব্যবধানে হেরে যাওয়ায় সেরা তিন রানার্সআপ দলের মধ্যে থেকে এশিয়ান কাপ খেলা নিশ্চিত করল বাংলাদেশ।

এক মাসের ব্যবধানে এশিয়ার মঞ্চে কোয়ালিফাই করল বাংলাদেশের দুটি দল। দুই দলের সাফল্যেই জড়িয়ে আছে দুটি নাম অধিনায়ক আফঈদা খন্দকার ও কোচ পিটার বাটলার। বয়স কম হওয়ায় জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলের অধিনায়কও তিনি। এই দলের কোচ করা হয়েছিল পিটার বাটলারকেই।

দেশের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম ১৯৮০ সালে কুয়েতে হওয়া এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল। এরপর ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর আরও দুইবার এশিয়ান মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ২০১৭ ও ২০১৯ আসরেও খেলেছিল তারা। এবার প্রথমবার এশিয়ান মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।

লাওসে বাছাইপর্বে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়েছিল ৩-১ গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ভাসিয়েছিল গোল বন্যায়। জয় পেয়েছিল ৮-০ গোলে। দুই ম্যাচ শেষে গ্রুপের সেরা দল ছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

দিনের আরেক ম্যাচে চীনের বিপক্ষে ৮-০ গোলের হেরেছে লেবানন। তাদের এই হারে নিশ্চিত হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপের মূলপর্বে খেলা।

আগামী বছর থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে। ১ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৮ এপ্রিল। স্বাগতিক হিসেবে আগেই নিজেদের খেলা নিশ্চিত করেছে থাইল্যান্ড।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..