ময়মনসিংহের নান্দাইলে সামাজিক সংগঠন নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “প্রকৃতি ও পরিবেশ বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে।” তিনি এ সময় সংগঠনের এমন উদ্যোগকে প্রশংসা করে অন্য সংগঠন ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চলতি মৌসুমে তারা নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গ্রামীণ এলাকায় ১০০০টিরও বেশি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।