বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে গাছের চারা বিতরণ মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী মুরাদনগরে বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু চিলাহাটি রেল দুর্নীতি: পিডি আব্দুর রহিম ও ক্যাসেল কনস্ট্রাকশনের কারসাজিতে ২৩ কোটি টাকা উধাও গাইবান্ধায় বাকি না দেওয়ায় গুলি, আহত ২ রংপুরে বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত আমতলীতে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত যুবদল নেতা চিলাহাটি রেল দুর্নীতি: পিডি আব্দুর রহিম ও ক্যাসেল কনস্ট্রাকশনের কারসাজিতে ২৩ কোটি টাকা উধাও সাংবাদিক তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে বেতাগীতে মানববন্ধন বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে পারে, দুদক চেয়ারম্যান

নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৭৫১ বার পঠিত
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার......................ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে সামাজিক সংগঠন নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “প্রকৃতি ও পরিবেশ বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে।” তিনি এ সময় সংগঠনের এমন উদ্যোগকে প্রশংসা করে অন্য সংগঠন ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চলতি মৌসুমে তারা নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গ্রামীণ এলাকায় ১০০০টিরও বেশি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..