নর্থসাউথ ডেইলি এদিন প্রেসমিডিয়া লিমিটেডের দৈনিক এদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক রামকিশোর মহলানবীশ (৬৯) আর নেই। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর পল্লবীতে ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে ডা. উদয় কিশোর মহলানবীশ এ তথ্য নিশ্চিত করেছেন।
রামকিশোর মহলানবীশ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কিছু দিন থেকে তিনি পল্লবীর ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে ফুসফুসের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিন সম্পাদকের মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে যান নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু ও ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী। এসময় তারা শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন এবং এক শোকবার্তায় এদিন সম্পাদকের বিদেহী আত্মার সদগতি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।