মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিয়ানীবাজারের নতুন ইউএনও উম্মে হাবিবা মজুমদার খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনা মেডিকেল টিম শেখ হাসিনার ৫ বছর, শেখ রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ত্রুটিপূর্ণ তথ্য–বিভ্রাট: বেরোবিতে ব্রাকসু নির্বাচন থমকে গেল তাড়াইলে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল রাষ্ট্রপতির পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালে তার সহকারী একান্ত সচিব মোহাম্মাদ সাগর হোসেন ডিআরইউয়ের নেতৃত্বে পুনরায় আবু সালেহ আকন-মাইনুল হাসান সোহেল বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল কেন্দুয়ায় বিএনপির বিরোধী শিবিরে পালে হাওয়া, বেরিয়ে আসতে পারে দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল!

রাজধানীবাসীর জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮২৭ বার পঠিত

রাজধানীবাসীর জন্য সুখবর দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে দুই ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধানও কমতে যাচ্ছে। এর অংশ হিসেবে সকালে ও রাতে মেট্রোরেল চালু ও বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়তে যাচ্ছে। এছাড়া পিক আওয়ারে বর্তমানে ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করলেও নতুন সূচি চালু হলে সোয়া ৪ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, আগামী ২ সপ্তাহ পর নতুন এই ব্যবস্থা কার্যকর হতে পারে। তবে এর আগে আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে উল্লেখিত সময়ে ট্রেন চলাচল শুরু হবে।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ জানান, নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়তে পারে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়তে পারে রাত ১০টা ১০ মিনিটে। তবে তা কবে থেকে কার্যকর হবে সেটি এখনো নির্ধারণ হয়নি।

বর্তমানে মেট্রোরেল গড়ে দৈনিক ৪ লাখ ২০ হাজার যাত্রী পরিবহন করে। এরমধ্যে গত ৬ আগস্ট সর্বোচ্চ যাত্রী পরিবহন হয়, ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬। তবে নতুন ব্যবস্থা কার্যকর হলে যাত্রীসংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে বলেও মনে করছে কর্তৃপক্ষ।

বর্তমানে সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে প্রথম ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। নতুন সূচি চালু হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে। আর বর্তমানে উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে। নতুন সূচিতে রাত সাড়ে ৯টায় উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে।

অন্যদিকে বর্তমানে মতিঝিল থেকে সকাল সাড়ে ৭টায় প্রথম ট্রেন উত্তরার উদ্দেশ্যে ছেড়ে আসে। নতুন সময় কার্যকর হলে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। এছাড়া রাতে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন বর্তমানে রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে আসে। নতুন সূচি কার্যকর হলে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

এছাড়া বর্তমানে সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার বিকেল ৩টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। নতুন সূচি কার্যকর হলে শুক্রবার দুপুর আড়াইটায় মেট্রোরেল চলাচল শুরু হবে। সেই সঙ্গে রাতেও আধা ঘণ্টা বাড়বে মেট্রোরেল চলাচলের সময়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..