রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

তাড়াইলে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮১২ বার পঠিত
তাড়াইলে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল --------------------- ছবি: সংগৃহীত

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টা ১০ মিনিটে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর বাজার সহ প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের জায়গায় এসে সমাবেশে মিলিত হয়
দলের নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মোঃ হাবিবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকার ইবনে সিনা হাসপাতালের কার্ডিওলজিস্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব:) ডা: জেহাদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, এবং আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করতে হবে,পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

এসময় তাড়াইল উপজেলার জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশে জামায়াতে ইসলামী দল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..