উপজেলার সিংরইল থেকে জামতলা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে নান্দাইল সদরে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছিল এলাকাবাসী।
শুক্রবার (৩রা অক্টোবর) অবশেষে স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে ইট ও খোয়া ফেলে গর্ত পূরণ করে সড়কটি চলাচলের উপযোগী করে দেন। রাস্তা সংস্কার কাজে অংশ নেওয়া বইপড়া আন্দোলন নান্দাইলের সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, “বৃষ্টির পানির কারণে রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। প্রতিদিন হাজারো মানুষ নান্দাইল থেকে কিশোরগঞ্জ সদরে যাওয়ার শর্টকাট হিসেবে এই সড়কটি ব্যবহার করেন।
দীর্ঘদিন ধরে বেহাল দশা অবস্থায় পড়ে আছে। যানবাহন চলাচল করতে খুবই কষ্ঠ হয়। এ অবস্থায় আমরা স্বেচ্ছাসেবীরা মেরামতের উদ্যোগ নেই।” স্থানীয় স্বেচ্ছাসেবী আশিকুর রহমান রাসেল বলেন, “প্রতেকেই যদি নিজ নিজ বাড়ির সামনের রাস্তায় জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেন, তবে বর্ষায় রাস্তাঘাট কম ক্ষতিগ্রস্ত হবে।”
এবিষয়ে কনটেন্ট ক্রিয়েটর রাজিব বলেন, “নিজ নিজ এলাকার রাস্তায় জমে থাকা পানি সরানোর ব্যবস্থা করলে রাস্তা দীর্ঘদিন টেকসই থাকবে। আমরা সবাইকে এই সচেতনতার অংশীদার হতে আহ্বান জানাচ্ছি।” রাস্তা সংস্কারের এই উদ্যোগে আরও অংশ নেন আশিক মাহমুদ, জসিম, রাসেল, একলাছ, জিহাদ, রফিক, আকিব, রাজিব, ইয়াসিন, রাকিব, নজরুল ইসলাম, জিসান সহ আরো সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।