ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়ন খলাপাড়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো: আব্দুল হামিদ ( ৮০) আর নেই। তিনি বার্ধক্য জনিত সমস্যা আজ সোমবার বেলা ৩ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
স্বাস্থ্য সহকারী হিসাবে চাকরি শুরু করার পর থেকে এতদ অঞ্চলে একজন অভিজ্ঞ ডাক্তার হিসাবে সকল স্তরের মানুষের স্বীকৃতি পেয়েছেন। আশি কিংবা নব্বই দশকে এমবিবিএস ডাক্তার ছিল হাতেগোনা। তখন নিজের দক্ষতা অনেক জটিল রোগের রোগীকে ও সুস্থ করতে পেরেছেন। দিবারাত যখনই কারো শারীরিক সমস্যা দেখা দিলে এই সজ্জন ব্যক্তির ডাক পড়তো। এলাকায় তিনি পুলিশ ডাক্তার হিসাবে সমাধিক পরিচিত। ততকালীন সময়ে রেডিও ঘড়ির বেশ প্রচলন ছিল। অবসর সময়ে তিনি ওইসব মেরামতে যথেষ্ট দক্ষ ছিলেন এবং আশপাশের লোকজন স্বাস্থ্য সেবার পাশাপাশি ওইসব সেবা পেত।
তিনি এই মায়াময়ী ভুবনে আর কোনো দিন ফিরে আসবেন না কিন্তু মানবতার কল্যাণে যে নিজকে যেভাবে উৎসর্গ করে গেছেন মানবের মনিকোঠায় অনন্তকাল অত্যন্ত সন্মান নিয়ে বেঁচে থাকবেন। চাকরি কালীন সময়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে অবসরে যান এবং পবিত্র হজ্জ পালন করেন। এ সজ্জন সেবীর জানাযা আগামীকাল মঙ্গলবার সকাল দশ ঘটিকায় নিজ জন্ম ভিটায় অনুষ্ঠিত হবে।
উনার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখা, উপজেলা স্বাস্থ্য সহকারী সংগঠন ও নান্দাইল প্রেসক্লাব পরিবার শোকাহত ।