ঝালকাঠির নলছিটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডঃ শাহাদাৎ হোসেনের গণসংযোগ ও পথনভায় গনজোয়ার উঠেছে। রোববার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ঝালকাঠির নলছিটি উপজেলায় গণসংযোগ ও পথসভা করেন জেলা বিএনপির সদস্য সচীব ও ঝালকাঠি বার এসেসিয়েসনের সভাপতি এ্যাপঃ মোঃ শাহাদাৎ হোসেন।
হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে নলছিটি উপজেলা ও পৌর বিএনপির আয়োজিনে এক পথসভায় অনুষ্ঠিত হয়। এরপর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহাদাত হোসেন বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ৩১টি রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল ভিত্তি। আমরা যদি এই ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি, তবে আগামী বাংলাদেশ হবে একটি স্বনির্ভর, উন্নত, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ।”
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও তা বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সদস্য এডভোকেট মিজানুর রহমান মুবিন, কুশাঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড আলগীর হোনেন, কুলকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী, দপদপিয়া বিএনপি নেতা মোঃ রিমন, বিশিষ্ট ব্যাবসায়ী ও তরুন সমাজ সেবক কাজী মনির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল রানা প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী গণসংযোগ ও পথসভায় অংশ নেন।