ময়মনসিংহের নান্দাইল উপজেলা নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত আজ মঙ্গলবার কনফারেন্স রুমে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচিত ও মত বিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্য ইউএনও ফাতেমা জান্নাত বলেন, আমি নান্দাইলকে আমার সততা মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে নিতে চাই এবং নতুন করে ঢেলে সাজাতে চাই। আপনারা নান্দাইলের সন্তান। আমরা এখানে চাকরির দায়িত্ব পালন করতে এসেছি। দায়িত্ব সুচারু ভাবে পালন করতে গিয়ে যথাযথ তথ্যাদির প্রয়োজন। যার মাধ্যমে পুরো নান্দাইলের নাগরিক সেবা সঠিক ভাবে দেয়া সম্ভব। কারণ একটা সুন্দর ভালো জিনিস করতে চাইলে ভালো উপকরণ প্রয়োজন।
মতবিনিময় কালে তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আপনারা জাতির দর্পন। আপনাদের সহযোগিতা পেলে নান্দাইল থেকে মাদক জুয়া দুর্নীতি দূর করা পক্ষে সম্ভব হবে। তাছাড়া আইনের কিছু বাধ্যবাধকতা রয়েছে। যে গুলো মেনে চলতে হবে।
এসময় উপস্থিত সাংবাদিক বৃন্দ নান্দাইলের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সমস্যাদি বিশেষ করে শিক্ষা চিকিৎসা মাদক জুয়ার নানা দিক তুলে ধরেন। এরই প্রেক্ষিতে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, আমি আপনাদের মাধ্যমে নান্দাইলের একটা ধারনা পেয়েছি যা আমার কর্ম পরিচালনা যথাযথ ভাবে করতে সাহায্য করবে।
এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি।