মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের হাতপাখার এমপি প্রার্থী আলমগীর হোসাইন তালুকদারের পথসভা তাড়াইলে ঝিনুক চেয়ারম্যান গ্রেফতার তাড়াইলে সাংবাদিকদের সাথে হাতপাখার এমপি প্রার্থীর মতবিনিময় নান্দাইলকে সততা ও পরিশ্রম দিয়ে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান ইউএনও ফাতেমা জান্নাত চাকুরী বহাল রাখার দাবিতে মানবন্ধন নাসিরনগরে ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী তাড়াইলে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ইকরাম হোসাইনের মতবিনিময় সভা রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা নান্দাইলে বিএনপি নেতা মোখলেছুর রহমান খান মুকুলের ইন্তেকাল

তাড়াইলে সাংবাদিকদের সাথে হাতপাখার এমপি প্রার্থীর মতবিনিময়

মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৭৫৪ বার পঠিত
তাড়াইলে সাংবাদিকদের সাথে হাতপাখার এমপি প্রার্থীর মতবিনিময় .....................ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার স্থানীয় সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় তাড়াইল সদর বাজার ট্রলারঘাটস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এমপি পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। তিনি বলেন, “ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ। জনগণের আস্থা ও দোয়া নিয়ে আমরা পরিবর্তনের রাজনীতি করতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জাওয়ার ইউনিয়ন শাখার সেক্রেটারি শেখ মোঃ ইসলাম উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ দিলোয়ার হোসেন হাতেম, জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা সেক্রেটারি মোঃ তামজিদ হোসেন, দ্বীনি সংগঠনের সভাপতি হাফেজ তাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি ক্বারী মোঃ কামাল উদ্দিন খাঁ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া এবং তাড়াইল উপজেলা সভাপতি মোঃ আমিরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় তাড়াইল উপজেলার সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকারসহ তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব, তাড়াইল উপজেলা প্রেসক্লাব, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল শাখার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভা শেষে প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের সৎ, নীতিনিষ্ঠ ও উন্নয়নমুখী বার্তা পৌঁছে যাবে—এই আশাই করি।”

এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে এক বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..