মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে স্মৃতিসৌধে পৌঁছান এবং শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সূর্যাস্তের আগেই জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনা ছিল তারেক রহমানের। কিন্তু ঢাকা-আড়িচা মহাসড়কের দুই পাশে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের ভিড়ে গন্তব্যে পৌঁছাতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগে যায়।
তাই শুক্রবার বিকাল ৫টা ৬মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা।