“স্বাধীনতার সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় অঙ্গীকারে মুক্তিযুদ্ধের চেতনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাড়াইল উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ডিসেম্বর) বিকাল ৩টায় খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি দলের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল মাহমূদ শোয়েব, তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব মোঃ সগীর মিয়া
সিনিয়র সহ-সভাপতি মোঃ এরশাদুল হক, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ শরীফ, সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব এস.কে. স্বাধীন শেখ রুবেল।
তাড়াইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দানু, হাকিম রানা, রকিবুর রহমান রুজন,মামুন হাসান সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজ, রবিউল হক আউয়াল, সদস্য তানবীর আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব রাকিব, যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল, শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ূম ভূঁইয়া, মহিলা দলের আহ্বায়ক মোছা: দিলোয়ারা খানম, এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।