“সুস্থ ভবিষ্যতের জন্য সুস্থ মাটির প্রয়োজন”
এ প্রতিপাদ্য কে সামনে রেখে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তাড়াইল উপজেলায় বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন কতৃক তাড়াইল উপজেলার বিভিন্ন স্থানে তথ্যবহুল লিফলেট বিতরণ শেষে উপজেলার বোরগাঁও গ্রামে আলোচনা সভা ও প্রদর্শনীসহ নানা কার্যক্রম পরিচালিত হয়।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের সেল্স প্রোমোটর আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় ও কৃষক ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেল্স ডেভেলপমেন্ট অফিসার রেজোয়ান মাহমুদ খান রনি ।
এ সময় উপস্থিত অনেক কৃষকের উদ্দেশ্যে রেজোয়ান মাহমুদ খান রনি বলেন, পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা রক্ষায় মাটির ভূমিকা অপরিসীম। মানুষের খাদ্যের ৯৫ শতাংশই আসে মাটি থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার, অতিরিক্ত চাষ এবং পানি সংকটের কারণে মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। এসব প্রতিকূলতার মধ্যে টেকসই মাটি ব্যবস্থাপনা, সঠিক সার প্রয়োগ, জৈবসার ব্যবহার এবং পানি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে কৃষকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরো বলেন, সঠিকভাবে মাটির যত্ন নিলে পরিবেশ রক্ষা, ফসল উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব। মাটির গুণগত মান ঠিক থাকলে খাদ্য নিরাপত্তা এবং সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। আর মাটির গুনাগুন রক্ষায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এর স্কয়ার ক্যাল অন্যরকম ভূমিকা পালন করে। তাই কৃষকদেরকে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের ঔষধ ব্যবহারের পরামর্শ দেন।