বাংলা গানের জনপ্রিয় ধারাকে সমৃদ্ধ করা কিংবদন্তি কবি ও গীতিকবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন করে বিভিন্ন সংগঠন।
‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ’, ‘মাঝি বাইয়া যাও রে’, ‘আমার কাঙ্খের কলসি’, ‘প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে’—এ ধরনের হৃদয়স্পর্শী অসংখ্য গানের স্রষ্টা মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় খানকাহ আলিয়া দরবার শরিফে বাদ মাগরিব কোরআন তেলাওয়াত,নাতে রাসুল,মিলাদ মাহফিল ও দোয়া পড়ানো হয়।
এছাড়াও কবির জন্মভূমি ঈশ্বরগঞ্জে বৃহস্পতিবার সকাল ১০টায় ‘আবদুল হাই মাশরেকী পরিষদ’-এর উদ্যোগে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআন তেলাওয়াত এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।