বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সমন্বিত মতবিনিময় সভা করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী রিটানির্ং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট সামিউল ইসলাম, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন খান, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির, উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো: শাহীন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি: মো: মিলন গাজী, সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু,মো: কামাল হোসেন, মিজানুর রহমান ডব্লিউ, মো : আরিফুর রহমান (সুজন) সহ অন্যান্যরা। সভা পরিচালনা করেন, উপজেলা শিক্ষা অফিসার মো: ওয়াহিদুর রহমান। সভায় নতুন বাংলাদেশ গড়তে গণভোটের গুরুত্ব ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটারদের সচেতন করতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
এসময় বিভিন্ন পেশার প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন মতামত তুলে ধরেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সহকারী রিটানির্ং অফিসার প্রশ্নের উত্তর দেন এবং কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।