শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে প্রস্তুতি সভা শেষে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত-১৫ বরগুনা- ১ ও ২ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী ঘোষণা কিশোরগঞ্জে গাইটাল আবুল কাশেম কন্ট্রাক্টর মসজিদ সংলগ্ন সামান্য বৃষ্টিতে রাস্তা তলিয়ে জনদুর্ভোগ চরমে বজ্রপাত থেকে রক্ষা পেতে রোপণ করা তাল গাছের অস্তিত্ব নেই ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার মেহেরপুরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কেন্দুয়ায় নিখোঁজ যুবনেতা শামীমের পরিবারের পাশে বিএনপি নেতা দুলাল নান্দাইলে ঐতিহ্যবাহী বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত জেলা বিএনপিকে সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ

সোনাইমুড়ীতে নৌকা প্রার্থী’র সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীকে ডোবায় ফেলে মারধর

নোয়াখালী (সোনাইমুড়ী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৬১৯২ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে ডোবায় ফেলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ৩-৪জন অনুসারী আহত হয়।

হামলার শিকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নাম দিদার হোসেন। তিনি উপজেলার ৯নং দেওটি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন তিনি বেলা ১১টার দিকে দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। কেন্দ্র থেকে বাহির হওয়ার কিছুক্ষণ পর নৌকার সমর্থক কিং মোজাম্মেলের লোকজন তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে একটি ডোবায় ফেলে দেয়। তিনি আরও অভিযোগ করেন এ ছাড়াও কয়েকটি ভোট কেন্দ্রে প্রবেশ করতে নৌকার সমর্থকরা তাকে বাধা দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৯নং দেওটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আমিন শাকিল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, দিদার মাঠিতে পড়ে গায়ে কাদা মেখে নাটক করেছে। উল্টো দিদারের সমর্থকদের হামলায় আমার ২০-২২জন অনুসারী আহত হয়। আমার কোন সমর্থক তার ওপর হামলা চালায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এমন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে বিয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..