বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
হাদী হত্যা মামলার আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খালেদা জিয়া ইতিহাসে স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন: জাতিসংঘ মহাসচিব ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি-বুলবুল এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ তারেক রহমানের উত্তরবঙ্গ সফর: ৪ দিনের কর্মসূচি প্রকাশ তাড়াইলের ডিউটি অফিসার ইব্রাহিম কর্মদক্ষতা ও দায়িত্বশীলতায় অনন্য তাড়াইলে ক্ষুদে ফুটবলার রাহুল: মাঠে যেন মেসির প্রতিচ্ছবি তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেবোনেয়ার গ্রুপের কম্বল পেয়ে খুশি পদ্মাপারের দরিদ্র মানুষ

ঢাকা ওয়াসার এমডি’র পক্ষে ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৯১৬ বার পঠিত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান ও প্রতিষ্ঠানটি নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সমাবেশে বক্তারা দাবি করেন, তাকসিম এ খানের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। তিনি ভালো মানুষ। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ওয়াসার এমডির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে অবস্থিত ওয়াসা ভবনের সামনে এ সমাবেশ করেন তারা।

ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম শহীদ উদ্দিন বলেন, সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে প্রকাশিত নিউজ তার ব্যক্তিগত, কিন্তু ওয়াসাকে নিয়ে নেতিবাচক এবং উদ্দেশ্যমূলক প্রতিবেদনের প্রতিবাদস্বরূপ ওয়াসার কর্মকর্তা-কর্মচারী হিসেবে আমরা এ প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, গত ৯ জানুয়ারি জাতীয় একটি দৈনিকে ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যার পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সংবাদটি ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ওয়াসাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বক্তারা বলেন, পানির সংকট, ঋণগ্রস্ত ও আর্থিক অনটনের জর্জরিত ঢাকা ওয়াসা তার (তাকসিম) নেতৃত্বে আজ স্বাবলম্বী ও টেকসই হিসেবে রূপান্তরিত হয়েছে। এসবই সম্ভব হয়েছে প্রকৌশলী তাকসিম এ খানের বদৌলতে।

ওনার নাম জড়িয়ে কল্পিত গোয়েন্দা কাহিনির নাম ব্যবহার করা নীতি-নৈতিকতা বিবর্জিত। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমকে সবিনয়ে অনুরোধ করেছেন।

ওয়াসার পক্ষ থেকে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে একেএম শহিদ উদ্দিন বলেন, আমরা আলাপ-আলোচনা করছি। ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্যের সঙ্গে কথাবার্তা বলে পরে আইনানুগ ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..