শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীদের ভুল ভেঙ্গে গেছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৮২৬ বার পঠিত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে যাদের শঙ্কা ও সন্দেহ ছিল তাদের ভুল ভেঙ্গে গেছে। তারা এখন নতুন সরকারকে সহযোগিতার জন্য এগিয়ে আসছে।
আজ মঙ্গলবার সচিবালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়েও আলোচনা করেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের প্রকৃত বন্ধু। ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল উন্নয়নের সঙ্গে থাকতে চায়। আর উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকার যে সকল পদক্ষেপ নিবে তার সাথে ভারত থাকবে।
দু’দেশের মধ্যে কানেক্টিভিটি আরো এগিয়ে নিতে কাজ করবে-এমনটি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে। দু’দেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন- এরাইভল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে, এটি আরো সহজ করতে কাজ চলছে।
এ সময় ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে শুভেচ্ছা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..