নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা গন্ডা গ্রামের নিখোঁজ ছাত্রদল নেতা মো শামীমের পরিবারকে সান্ত্বনা দিতে আজ বুধবার ছুটে যান কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র, ও উপজেলা চেয়ারম্যান সাবেক কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল।
গত ২ জুলাই দিবাগত রাত সাড়ে এগারোটা ছাত্রদল নেতা মো: শামীম পাহাড় পুর এলাকা থেকে নিখোঁজ হন। এর পর থেকে চরম উৎকন্ঠার মধ্যে পরিবারের সদস্য গণ দিন অতিবাহিত করছে।
দ্রুত নিখোঁজ শামীমকে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য এ পরিবার আকুল আবেদন জানান সরকারের কাছে।
এসময় বিএনপি এ নেতা পরিবারকে সান্ত্বনা দেন এবং সরকারের সংশ্লিষ্ট দফতরের নিকট দ্রুত নিখোঁজ ছাত্রদল নেতা শামীমকে খুঁজে বের করে পরিবারের নিকট হস্তান্তরের জোর দাবি জানান।
এসময় তাঁর সাথে ছিলেন বিএনপি নেতা ও শিক্ষক আলী আহম্মেদ।