বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন বুধবার সকাল ১১ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন,
সাবেক পৌর মেয়র সদ্য সমাপ্ত সদস্য পটুয়াখালী জেলা আহবায়ক কমিটি মোস্তাক আহমেদ পিনু,
জাফরুজ্জামান খোকন সহ-সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপি,
সদ্য সমাপ্ত সদস্য পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি দেলোয়ার হোসেন নান্নু, সদ্য সমাপ্ত সদস্য বশির আহমেদ মৃধা, মনিরুল ইসলাম লিটন সাবেক সভাপতি, পটুয়াখালী জেলা যুবদল।
এছাড়া উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সী, আইয়ুব আলী খান, আনোয়ার হোসেন সিকদার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মনির, গোলাম সারোয়ার মঞ্জু, সদস্য, মোবারক আলী মুন্সি। এছাড়াও ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান স্থানে উপজেলার ৬টি ইউনিয়নের নেতৃবৃন্দ ব্যানার, ফেস্টুন মিছিল নিয়ে অনুষ্ঠানের স্থানে উপস্থিত হয়।
অনুষ্ঠানে স্থানে রং বেরঙের ব্যানারে সুসজ্জিত করা হয়, ব্যান্ড পার্টির ঢোলের তালে নেতা কর্মীদের মধ্যে আনন্দ উৎসব উপলব্ধি হয়। নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক কে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ফুলের তোরন দিয়ে বরণ করে নেয়।
উল্লেখ্য গত ২রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্সী।