বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০৬ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার মেহেরপুরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কেন্দুয়ায় নিখোঁজ যুবনেতা শামীমের পরিবারের পাশে বিএনপি নেতা দুলাল নান্দাইলে ঐতিহ্যবাহী বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত জেলা বিএনপিকে সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার আমতলীতে গরুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব রাজনৈতিক মিথ্যা মামলায় জেলহাজতে সমাজসেবক ও ব্যবসায়ী পিন্টু মেহেরপুর জুড়ে এনসিপির পদযাত্রা ও পথসভা

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নৌ-বাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের নৌ-বাহিনীর সদস্যরা তালতলী থানা পুলিশে সোপর্দ করেছে। ওই দিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, তালতলী উপজেলার লঞ্চঘাট এলাকার পারভেজ ও রাজিব নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তালতলীর নৌ-বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় পারভেজ ও রাজিব নামের দুই মাদক বিক্রেতাকে তারা আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে ১০ কেজি গাঁজা ও বিক্রিতে ব্যবহৃত দুইটি মোবাইল উদ্ধার করা হয়। বুধবার সকালে তারা আটককৃত মাদক বিক্রেতাদের তালতলী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তালতলী থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওইদিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিনিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তালতলী থানার ওসি মোঃ শাহজালাল বলেন, মাদক বিক্রেতা দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মোঃ কামাল হোসেন বলেন, মাদক মামলার দুই আসামীকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..