বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

“শিশু কানন আমার স্বপ্নের ঠিকানা” এর প্রতিটি শিক্ষার্থী আমার সন্তান : পরিচালক রুহুল আমিন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৫৯ বার পঠিত

শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিটি শিক্ষার্থীই আমার সন্তান। অনেক শিক্ষার্থী আমাকে বাবা বলেও সম্বোধন করেন বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানের পরিচালক রুহুল আমিন মন্ডল।

৩১ ডিসেম্বর মঙ্গলবার প্রতিষ্ঠানটির অভিভাবক সমাবেশ, নতুন বহুতল ভবনে পাঠদানের উদ্বোধন ও বাৎসরিক ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো পরম যত্নে পাঠদান করা হয়। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক বিকাশে বিশেষ নজর দেওয়া হয়। তাদের শেখানো হয় সাফল্যের সঙ্গে লেখাপড়া শেষে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই চলবে না, প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি স্ব-স্ব ধর্ম পালন না করি তাহলে সৃষ্টিকর্তার কাছে যেমন জবাব দিতে পারবো না। তেমনি আমরা আমাদের সন্তানদের প্রকৃত জ্ঞান দানে ব্যর্থ হলেও আমাদের জবাবদিহী করতে হবে।

তাদের ভালো জ্ঞানে সমৃদ্ধ করতে পারলে তা হবে আপনার আমাদের জন্য সাদকায়ে জারিয়া। অর্থাৎ মৃত্যুর পরেও আমাতের আমলনামায় এর সওয়াব-সুফল পৌঁছাতে থাকবে। এ বিষয়টি মাথায় রেখে প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষাদান করে আসছে শিশুকানন।

শিক্ষার্থীদের জন্য তিনি বলেন, ধারাবাহিক সাফল্যের অগ্রযাত্রায় ২২ তম বর্ষে নতুন বহুতল ভবনে নব উদ্যোমে যাত্রা শুরু করলো শিশু কানান। এখানে শিক্ষার্থীদের জন্য তুলনামূলক আধুনিক সহায়ক সকল সুবিধা সম্বলিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যা শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। সেই সাথে বিগত সময়ে কিছুটা সীমাবদ্ধতার জন্য মনখারাপ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থীসহ দুই সহস্রাধিক অভিভাবক অংশ নেয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..