ভালো নির্বাচনের জন্য ভোটারদের তথ্য “উপজিলা লেভেল ইউথ আউটরিচ কমিউনিকেইটার টিম ফরমেশন মিটিং” নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি নলছিটি উপজেলা কমিটির কোঅডিনেটর মো: খলিলুর রহমান মৃধা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের কর্মসূচি বাস্তবায়ন মো: হাদি উজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি প্রেস ক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু, সুজন নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো:আমির হোসেন,দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ ঝালকাঠি জেলা সমন্বয়ক মো: জাকির হোসেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঝালকাঠির যুম্ম সমন্বয়ক সাথী আক্তার, ইয়ুথ নলছিটি উপজেলা কোঅডিনেটর মো:ইমরান হোসেন সহ নলছিটি উপজেলার ইয়ুথ লিডার বৃন্দ।
সভায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ইয়ুথ লিডার টিমকে উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ভোটার সচেতনতার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।