পটুয়াখালীর মির্জাগঞ্জে মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং (এডহক) কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ওই বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক মো. ফিরোজ আলম গোলদার (এম.এ)।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মাসুদ মৃধার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নিখিল চন্দ্র মিত্রের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. আ. মন্নান লোটাস, রাসেল মোল্লা, লিটন গোলদার, মামুন গোলদার প্রমুখ।
এছাড়াও নবনির্বাচিত ম্যানেজিং (এডহক) কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নবনির্মিত ম্যানেজিং ( এডহক) কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শেষে উপজেলায় ৫৩ মত শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।