রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

সাভারে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১০

আরিফ খান রাব্বি (সাভার):
  • আপলোডের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৭৮২ বার পঠিত

সাভারের পুলিশ টাউনে দিনে দুপুরে চলন্ত বাস থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির।

সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, ২ মার্চ সাভারের পুলিশ টাউন এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস সাভার পরিবহনে একদল ছিনতাইকারী প্রকাশ্যে ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। প্রায় ১ মাস আগে একই স্থানে চলন্ত শুভযাত্রা পরিবহনে একই কায়দায় ছিনতাই করে তারা।সেখানে ৩ জন যাত্রীকে ছুরিকাঘাতও করে তাঁরা। কিন্তু এতে কেউ নিহত হয় নি।

 

পরে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে ভোর রাতে সাভারের বিভিন্ন স্থানে সাঁড়াসি অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার বার্মিজ চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারী হলো আকাশ মিয়া (২৮), সাইদুল ইসলাম সজিব (২৮), জুয়েল মিয়া (২০) ও মিরাজ হোসেন (২৫)। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে সাভারের বিভিন্নস্থানে ছিনতাইয়ের অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ৫ ছিনতাইকারী হলো ইব্রাহিম (২৫), সোহানুর রহমান (২৮), রাজু (২০), আসলাম (২৯) ও লিটন (২১)।

এছাড়াও অপর এক ঘটনায় ডাকাতির অভিযোগে রহমত নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত সাভার ও আশুলিয়াসহ আশপাশ এলাকায় ছিনতাই এবং ডাকাতি করে আসছিলো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..