বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্যাংকে টাকা জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রসহ দুইজনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম মুরাদনগরে দানিক সমবায় সমিতেতে জমা অর্থ ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন মুরাদনগরে নিখোঁজের ১০ দিনেও মেলেনি সন্তানের খোঁজ, ফিরে পেতে মায়ের আকুতি মুরাদনগরে টাইফয়েড টিকাদান সম্পর্কে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হাতিয়ায় নদী ভাঙন রোধ প্রকল্পের জিও টিউব ব্যাগ চুরি, গ্রেপ্তার ২ নলচিরা ঘাটে চোরা তেলের সিন্ডিকেট: প্রশাসনের নীরবতায় জনমনে ক্ষোভ নিঝুমদ্বীপে চরমোনাইপন্থি ইসলামি যুব আন্দোলনের নেতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ ফৌজিয়া সাফদার সোহেলী হাতিয়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

মুরাদনগরে জামায়াত ও ইসলামী আন্দোলনের উদ্যোগে এক বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৭৭৪ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে একজন মহিলার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে এ লাশ দাফন করেন উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। লাশ দাফনে অংশগ্রহণ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মু. হাজী আবদুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক আবু বকর সরকার, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময়সহ উভয় সংগঠনের নেতাকর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত মহিলা মানুষিক ভাবে অপ্রকৃতস্থ এবং শারীরিক ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়েছিলেন। এক মাস পূর্বে স্থানীয় লোকজন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এক মাস ধরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিকভাবে অনেকটা সুস্থও হয়েছিলেন। কিন্ত শুক্রবার (১৩ জুন) রাতে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে খোঁজ করেও তার পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানা যায়।

হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, মহিলাটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে সবাই তার অনেক খেয়াল রেখেছে। হাসপাতালের অনেক রোগীরা তাকে অনেক সময় সহযোগিতা করেছে। হাসপাতালে আউটসোর্সিংয়ে কাজ করা হোসনা আক্তার নামে এক কর্মচারী শুরু থেকেই তাকে অনেক সেবা যত্ন করেছেন বলেও তারা জানান।

মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময় বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বেওয়ারিশ লাশের কথা জানান এবং লাশের দাফনের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করেন। আমরা জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাশটিকে দাফন করার ব্যবস্থা করি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক বলেন, গত একমাস পূর্বে মহিলাটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন মানুষ। মহিলাটির স্মৃতিশক্তি ছিলো না এমনকি তিনি তার নাম ও পরিচয় বলতে পারতেন না। তার শরীরের দু এক জায়গায় চুলকানি ও ছিল। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সবাই মিলে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। শুক্রবার রাত ৮:৩০ মিনিটে হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..