সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় ইফতেখারুল ইসলাম শুভ (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ জুলাই শনিবার দিবাগত রাতে রংপুর নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুভ নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা দাযের করেছেন। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..