বরগুনার বেতাগীতে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের দুই নেতা সহ ১০-১২ জন আজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এদের মধ্যে যুবদল নেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে বেতাগী থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদীর নাম মো: জাহিদ হাসান। তিনি পার্শ্ববর্তী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের ড্রেজার ও ইট ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম সর্দার ব্রিকস ও জাহিদ ট্রেডার্স। তিনি তাদের বিরুদ্ধে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন।
মামলার এজাহারে প্রধান আসামি বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ (২৭) ও একই ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি মো: আদিল সিকদার (২৫) এবং আজ্ঞাতনাম ১০-১২ জনের নাম রয়েছে। তবে ৫ আগস্ট পরবর্তী ও এর আগেও ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজিতে লিপ্ত থাকার অভিযোগে বাকেরগঞ্জে মামলা রয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত ১৯ জুলাই সন্ধ্যায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাটাখালী নামক এলাকার মোকলেচুর রহামানের বাড়ীর সামনে ব্যবসায়ী জাহিদ হাসান ও তার লোকজন বালু ফেলতে ড্রেজার লাগাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে মোটর সাইকেল ও অটোযোগে দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, জিআই পাইপ সজ্জিত হয়ে ১০ থেকে ১২ জনের একটি দল সন্ত্রাসী কায়দায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভরাট ও ব্যবসা পরিচালনা করতে হলে তাদেরকে নগদ ১ লক্ষ টাকার চাঁদা দিতে হবে বলে ঐ ব্যবসায়ীর কাছে এমনই দাবি করেন।
এ সময় চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ ও তার সাথে থাকা লোকজন ক্ষিপ্ত হয়ে ড্রেজার ব্যবসায়ী ও তার লেবার-মিস্ত্রিদের উপর হামলা করে ঐ সময় তার পকেটে থাকা নগদ ৩৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তখন ডাক চিৎকার দিলে তাদের দাবিকৃত চাঁদার বাকী ৬৩ হাজার টাকা পৌছে না দিলে বালু ফেলা বন্ধ, ড্রেজার বিনষ্ট এবং খুন ও জখমের হুমকী দেয়।
তাছাড়াও ছাত্রদল সভাপতি হেলাল হোসেন দিনাচের বিরুদ্ধে বরিশালে বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা রয়েছে ( সিআর মামলা নং-৫১৯, তারিখ: ২-১১-২০২৪) নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা মো: মািহউদ্দীন হাওলাদার তার নিজম্ব জমিতে দোকান ঘর উত্তেলানে বাঁধা ও দুই লক্ষ টাকা চাঁদা দাবি করায় এ মামলা করেন।
মামলার অভিযোগ অস্বীকার করে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ বলেন, আমি রাজনীতি করি ভাই। সেজন্য চাঁদাবাজির খবর শুনে আমি সালিশী করার জন্য ঘটনাস্থলে যাই। তবে আমার বিরুদ্ধে চাঁদর দাবির অভিযোগ সত্য নয়।
জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামন বলেন, ‘এ মামলায় ইতোমধ্যে একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামীকেও গ্রেফতারে তৎপর রয়েছি।’