বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

আমতলীতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৭৬৭ বার পঠিত
আমতলীতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ---- সংগৃহীত ছবি

বরগুনার আমতলীতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উত্তর কালামপুর নূরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।

গত ২৪ ও ২৭ আগস্ট দেশের একাধিক অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয় দৈনিক পত্রিকায় “চাকরির প্রলোভনে অর্থ আত্মসাত, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে রবিবার বিকেল সাড়ে ৪টায় মাদ্রাসা হল রুমে তিনি সংবাদ সম্মেলন করেন।

মাদ্রাসার শিক্ষক, ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করে আলাউদ্দিন সিকদার বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি কখনো ওলামা লীগের সঙ্গে জড়িত ছিলেন না, নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকেন এবং কোনো নিয়োগ বাণিজ্য বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি।

তিনি অভিযোগ করেন, বরগুনা সরকারি কলেজের প্রভাষক ও মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী রফিকুল্লাহর ছেলে আব্দুল ওহাব মাদ্রাসার সভাপতি হতে না পেরে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এ প্রক্রিয়ায় আব্দুল ওহাব ও তার পরিবার আদালত ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একাধিক অভিযোগ দায়ের করেছেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই মিথ্যা সংবাদ প্রকাশ করানো হয়েছে। তিনি প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..