সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পরপারে পাড়ি জমালেন সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো: আব্দুল হামিদ বেতাগীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা ১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কৃষিবিদ গ্রুপের বিজনেস মিটিং সফলভাবে সম্পন্ন আমতলীতে মৌচাকে ডিল মারাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি পেটা রংপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার ৪ নারীসহ গ্রেফতার-৬ সাংবাদিককে হুমকি, সেবায় নৈরাজ্য: রহস্যজনক ক্ষমতায় বেপরোয়া ‘হোটেল সিগাল’ প্রশাসনের কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হলো রেজাউল কবির পলের প্রথম গণসংযোগ

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৭৭০ বার পঠিত
মুরাদনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান .................................ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কবি নজরুল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। কাজিয়াতল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার সুপার তাজুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, রহিমপুর শ্রীকাইল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদ, এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, কুড়াখাল মাদ্রাসার সুপার জসিম উদ্দিন, এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।

বক্তারা বলেন, শিক্ষক সমাজই একটি জাতির মেরুদণ্ড। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। প্রযুক্তিনির্ভর যুগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা হচ্ছেন পরিবর্তনের মূল চালিকা শক্তি।

এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল —শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি “The Teachers We Need for the Education We Want: The Global Imperative to Reverse the Teacher Shortage”, যা শিক্ষকদের ঘাটতি পূরণ ও মর্যাদা বৃদ্ধির বৈশ্বিক আহ্বানকে প্রতিফলিত করে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা সহায়কদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শ্রদ্ধা স্মারক তুলে দেন অতিথিরা। এছাড়া পরিবেশবান্ধব শিক্ষার ওপর তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষক দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষকদের মর্যাদা, ন্যায্য সুযোগ ও প্রশিক্ষণ নিশ্চিত করার দিনও বটে। শিক্ষক সমাজের সম্মান ও প্রেরণাই শিক্ষার মান উন্নয়নের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে।

দিবসটি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাটিকা উপস্থাপন করে।

সবশেষে, ইউএনও আবদুর রহমান বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের পেশাগত মর্যাদা রক্ষা ও প্রণোদনা বৃদ্ধি না হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়। প্রশাসন সবসময় শিক্ষকদের পাশে থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..