সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পরপারে পাড়ি জমালেন সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো: আব্দুল হামিদ বেতাগীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা ১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কৃষিবিদ গ্রুপের বিজনেস মিটিং সফলভাবে সম্পন্ন আমতলীতে মৌচাকে ডিল মারাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি পেটা রংপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার ৪ নারীসহ গ্রেফতার-৬ সাংবাদিককে হুমকি, সেবায় নৈরাজ্য: রহস্যজনক ক্ষমতায় বেপরোয়া ‘হোটেল সিগাল’ প্রশাসনের কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হলো রেজাউল কবির পলের প্রথম গণসংযোগ

তাড়াইল থানার ওসির তৎপরতায় স্বস্তিতে দূর্গাপূজা উদযাপন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৭৭৬ বার পঠিত
তাড়াইল থানার ওসির তৎপরতায় স্বস্তিতে দূর্গাপূজা উদযাপন------------ ছবি: সংগৃহীত

শারদীয় দূর্গা পূজা ২০২৫ প্রতিমা তৈরির শুরু থেকে তাড়াইল থানা পুলিশ হিন্দু সম্প্রদায়কে সচেতন করতে এবং পূজা মন্ডপের নিরাপত্তা জোরদার করতে দিনরাত ছুটে চলেছে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান নিজ কর্মতৎপরতার মাধ্যমে মন্দির নিয়ে সৃষ্ট বিরোধ নিরশনেও হিন্দু সম্প্রদায়সহ এলাকাবাসীর নজর কেড়েছেন। পাশাপাশি পূজা উদযাপনে সনাতনী সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে পূজা মন্দির এলাকায় মাদক বিরোধী সাড়াসী অভিযান, নারীদের প্রতি বিশেষ দৃষ্টি রাখা ছিল দৃষ্টান্ত।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাড়াইল শাখার সভাপতি অজয় সরকার বলেন, এবারের পূজা উদযাপন নিয়ে বিশাল একটি ভয় ও সহিংসতা ঘটনার শংঙ্কা বিদ্যামান ছিল। কিন্তু তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান নিজ বিচক্ষনতায় অতিদ্রুত সময়ের মধ্যে সল্প সংখ্যক অফিসার ফোর্স নিয়ে তাড়াইল উপজেলার সমস্ত দূর্গাপূজা মন্ডপে সহিংসতা বন্ধ করতে সক্ষম হন। ফলে তাড়াইল থানার ওসির তৎপরতায় স্বস্তিতে পূর্জা উদযাপন সম্ভব হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তাড়াইল শাখার সভাপতি মিশুক ভৌমিক বলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাব্বির রহমান তাড়াইল থানায় যোগদানের পর থেকেই তাড়াইলের সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দফা-দফায় মিটিং করেন কিভাবে আগামীতে সুন্দরভাবে দুর্গাপূজা উপযাপন করা যায়। তিনি দূর্গা মন্দিরের নিরাপত্তার জন্য ব্যতিক্রম কিছু উদ্যোগ নেন। যার মধ্যে ছিল দূর্গাপূজার সময় উপজেলা পর্যায়ে একটি কন্টোল রুম খুলে উক্ত কন্টোল রুমে সিসিটিভি স্থাপন করে সকল মন্দিরকে সিসিক্যামেরার আওতায় এনে উপজেলা কন্টোল রুম হতে দিনরাত ২৪ ঘন্টা তাড়াইল উপজেলার সকল পূজা মন্দির মনিটরিং করা। কিন্ত এই খাতে কোন বরাদ্দ না পাওয়ায় এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। হলে আরো ভাল ও দৃষ্টান্ত হতো। বিশিষ্ট সাংবাদিক রবীন্দ্র সরকার বলেন, পূর্জা উদযাপনে সনাতনী সম্প্রদায়ের সর্বক্ষনিক পাশে থাকতে তিনি সুনিপুণ দক্ষতার মাধ্যমে উপজেলার সকল পূর্জা মন্ডপের তথ্য তৎক্ষনাৎ পাওযার জন্য whatsapp গ্রুপ খুলে সকল পূর্জা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল অংশীজনদের সাথে ভাচরচুয়ালী তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করেন। উক্ত গ্রুপে সকলে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করেন। এর সুফল দূর্গাপূজার সময় পাওয়া গেছে। তাড়াইল থানার ওসির এই উদ্যোগটি জেলা পুলিশ অফিসিয়ালভাবে গ্রহণ করে পুলিশ সুপার জেলার সকল থানায় এটা কার্যকর করেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, তাড়াইল উপজেলা শাখার সভাপতি রতেন্দ্র সরকার বলেন, এলাকার আইন-শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তার নেতৃত্বে কাজ করছে তাড়াইল থানা পুলিশ। দূর্গাপূজার সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে মাদক বিরোধী সাড়াসী অভিযান চালিয়ে মাদক স্পট নির্মূল ও ধর্মীয় সহিংসতা বন্ধে ব্যাপক কর্মতৎপরতা চালান। ফলে মাদক ব্যবসায়ীরা গ্রেফতার আতংকে পূজার সময় এলাকা ত্যাগ করে।

বাংলাদেশ মহিলা পরিষদ তাড়াইল শাখার সাধারণ সম্পাদিকা প্রিয়ংকা ভৌমিক বলেন, পুলিশের কিছু সদস্য যারা নিজের ডির্পামেন্টের সুনাম রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করে পুলিশের ভাবমূর্তিকে জনতার মাঝে প্রশংসিত করে যাচ্ছেন তাদেরই একজন কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান। পূজার সময় তার নেতৃত্বে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য কোন পূর্জামন্ডপে ইভটিজিং, ছিনতাই এর ঘটনা ঘটে নাই।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, উর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী পুলিশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় দূর্গাপূজার কাঙ্খিত সফলতা পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায় দূর্গাপূজা উপলক্ষে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান এর নেওয়া পূজা মন্ডপে সিসি ক্যামেরা অগ্নি নির্বাপন যন্ত্র মেটাল ডিটেক্টর স্থাপন, প্রতিমা তৈরির শুরু হতে পাহারার ব্যবস্থা, পূজা মন্ডপ রাত্রীকালীন চৌকিদার দ্বারা পাহারার ব্যবস্থা, মন্ডপের কর্মকান্ড রেজিস্টারে লিপিব্ধ করন, প্রকাশ্য স্থানে জরুরী প্রয়োজনে যাদের সহযোগিতা প্রয়োজন তাদের মোবাইল নম্বর প্রদর্শন, সুন্দর ও শৃঙ্খলার সাথে পূজা উদযাপনের জন্য সেচ্ছাসেবক কমিটি গঠন করে পরিচয় পত্র কার্ড প্রদান, মনিটরিং এর ব্যবস্থা করন ইত্যাদি উদ্যোগগুলি সব মহলে ব্যাপক প্রসংশিত হয়েছে। সুশীল সমাজ ও শান্তিপ্রিয় জনসাধারণ বলছেন, অন্য ওসিরা তাড়াইলে যা পারেননি তা করে দেখাচ্ছেন বর্তমান ওসি মোহাম্মদ সাব্বির রহমান। এবার শান্তিপূণভাবে পূজা উপযাপনে ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তাড়াইল থানা পুলিশ স্বরনকালের সর্বোচ্চ পরিশ্রম করেছে। একই সাথে পূজার সময় বিশেষ মোবাইল টিমের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দমনে জনসচেতনার পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করায় থানা এলাকাতে কমে গেছে অপরাধমূলক কর্মকান্ড।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..