ময়মনসিংহ সদর উত্তর বিএনপির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহবায়ক ইয়াসের খান চৌধুরী রাজাগাতী, গাংগাইল ও মুশুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে। রাজগাতী ইউনিয়ন বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক মো: আতাউর রহমান বুলবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম খান ও সদস্য সচিব হিসাবে ইমরান হাসান।
অপরদিকে ৫ নং গাংগাইল ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক মো: আব্দুল্লাহ ভুইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফা ও সদস্য সচিব মো: সাইফুল ইসলাম। ৭ নং মুশুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে আহবায়ক মো: ফুরকান উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম সদস্য সচিব মো: ওমর ফারুক মাষ্টার উপদেষ্টা মো: আব্দুল মতিন খান ও উপদেষ্টা মো: আবু তাহের । উক্ত আহবায়ক কমিটি গনতান্ত্রিক পদ্ধতিতে পুর্নাঙ্গ কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে গঠন করিবে।
এই প্রসঙ্গে উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেন, আহবায়ক কমিটি গুলো তৃনমুল পর্যায়ে দলের ত্যাগী ও জনপ্রিয় ব্যক্তিদের মাধ্যমে দ্রুততম সময়ে পুর্নাঙ্গ কমিটি সম্পন্ন করবেন এবং আশা করি এই কমিটির মাধ্যমে তারন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দেয়া ৩১ দফা বাস্তবায়নে কার্যকরী ভুমিকা পালন করবে।