ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কিশোরগঞ্জ শহর শাখা খেলাফত মজলিসের সভাপতি ও সাবেক মেধাবী ছাত্রনেতা হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।
১৮ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় তাড়াইল সদর বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস এর মার্কা দেয়াল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের দেয়াল ঘড়ি প্রতীকে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।
এর আগে তিনি উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে ‘দারুল কোরআান মাদ্রাসায়’ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, খেলাফত মজলিস ইসলাম প্রিয় জনগণের আশা-আকাঙ্ক্ষার দল। ইনশাআল্লাহ জনগণ সুযোগ দিলে এই এলাকায় ন্যায়, উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করব।
তিনি আরও বলেন, রাজনীতি হবে আদর্শ ও সেবার জন্য, ক্ষমতার জন্য নয়। দেশের মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।
গণসংযোগ কর্মসূচিতে তাড়াইল উপজেলা ও ইউনিয়ন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ অংশ নেন। স্থানীয় বাজারের জনগণের মধ্যে প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যায়।