সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরপারে পাড়ি জমালেন সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো: আব্দুল হামিদ বেতাগীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা ১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কৃষিবিদ গ্রুপের বিজনেস মিটিং সফলভাবে সম্পন্ন আমতলীতে মৌচাকে ডিল মারাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি পেটা রংপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার ৪ নারীসহ গ্রেফতার-৬ সাংবাদিককে হুমকি, সেবায় নৈরাজ্য: রহস্যজনক ক্ষমতায় বেপরোয়া ‘হোটেল সিগাল’ প্রশাসনের কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হলো রেজাউল কবির পলের প্রথম গণসংযোগ

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদ্রাসা ও কবরস্থানের রাস্তা দখলের অভিযোগ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৭৬৮ বার পঠিত
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদ্রাসা ও কবরস্থানের রাস্তা দখলের অভিযোগ .................................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার লক্ষীপুর গ্রামে চাঁদা না দেওয়ায় মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতের রাস্তা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনার পেছনে একটি বিদেশী ইসলামবিদ্বেষী চক্রের প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত রাফিউল উলূম হাফিজিয়া মাদ্রাসা ও সংলগ্ন কবরস্থানে।

মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “চাঁদা না দেওয়ার কারণে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের মাদ্রাসা ও কবরস্থানে যাওয়ার রাস্তা জোরপূর্বক দখল করে নিয়েছে। সম্পদশালী হয়েও ভূমিহীন নামে সোবান লিজ এনে তারা মাদ্রাসা ও কবরস্থানের জায়গা দখলের পাঁয়তারা করছে। এর পেছনে একটি বিদেশী ইসলামবিদ্বেষী চক্রও কাজ করছে।”

তিনি আরও বলেন, “এটি লক্ষীপুর গ্রামের একমাত্র মাদ্রাসা। এখানকার শিক্ষার্থীরা ইসলামিক শিক্ষা গ্রহণ করে এবং পাশের কবরস্থানে গ্রামবাসী তাদের প্রিয়জনদের দাফন করেন। এখন সেই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় মাদ্রাসার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কবরস্থানে লাশ নেওয়া সম্ভব হচ্ছে না।”

স্থানীয়রা জানান, বহু বছর ধরে এই রাস্তাটি মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে রাস্তা দখল করে দেওয়ায় গ্রামজুড়ে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে বলেন, “আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থান রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে এলাকায় বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..