কিশোরগঞ্জের তাড়াইলে দ্যা ডেইলি কান্ট্রি টুডের প্রতিনিধি জুবায়ের আহমাদ জুয়েলের ও জাতীয় দৈনিক ভোরের আকাশ জেলা প্রতিনিধি এবং এসটি বাংলা টিভি স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল এর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
বৃহস্পতিবার (৯অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অতিস দাস রাজিব এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী মোঃ জুবায়ের আহমাদ জুয়েল ও হুমায়ুন রশিদ জুয়েল বলেন, কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালের বিজ্ঞাপন সংগ্রহের জন্য ডাকা হয়। পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী রুহুল আমিন ও দেলোয়ার হোসেন রিপন ভোরের আকাশের প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়লের সাথে ইচ্ছেকৃতভাবে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটায়। এসময় বাঁধা প্রদান ও ভিডিও ধারণ করতে গেলে জুবায়ের আহমাদ জুয়েলকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে এবং হাত থেকে মোবাইল ফোন কেঁড়ে নেয়। বর্তমানে তিনি তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩য় তলায় ১নং বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনায় দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি হুমায়ূন রশিদ জুয়েল বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৩৩৬
উল্লেখ্য: নামদারী, চাঁদাবাজ সন্ত্রাসী, এবং যে যখন যে দল ক্ষমতায় যায় সেই দলের নাম ধরে, রুহুল আমিন ও দেলোয়ার হোসেন রিপন চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী কাজে লিপ্ত হয়।
থানায় তাদের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে।