সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পরপারে পাড়ি জমালেন সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো: আব্দুল হামিদ বেতাগীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা ১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কৃষিবিদ গ্রুপের বিজনেস মিটিং সফলভাবে সম্পন্ন আমতলীতে মৌচাকে ডিল মারাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি পেটা রংপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার ৪ নারীসহ গ্রেফতার-৬ সাংবাদিককে হুমকি, সেবায় নৈরাজ্য: রহস্যজনক ক্ষমতায় বেপরোয়া ‘হোটেল সিগাল’ প্রশাসনের কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হলো রেজাউল কবির পলের প্রথম গণসংযোগ

মুরাদনগরের ইউএনও জনকল্যাণে মানবিকতা ও স্বচ্ছতার প্রতীক

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫৭৮১ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান ------------ ছবি: সংগৃহীত

★ উন্নয়ন, জনসেবা ও মানবিক উদ্যোগে স্বচ্ছ প্রশাসনের দৃষ্টান্ত

কুমিল্লার মুরাদনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। তার স্বচ্ছতা, আন্তরিকতা ও কর্মদক্ষতায় সাধারণ মানুষ ইতিমধ্যেই তার ভুয়সী প্রশংসা করছেন।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউএনও আবদুর রহমান শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান তদারকি, ভূমি সেবা সহজীকরণ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ, বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ, বিদ্যালয়ে ইভটিজিংয়ের ঘটনা তদন্তে পদক্ষেপ, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম পরিচালনা করছেন। এসব উদ্যোগে স্থানীয়রা সরাসরি উপকৃত হচ্ছেন।

সম্প্রতি কোম্পানীগঞ্জ যাত্রী ছাউনিতে পরিচয়হীন এক ৯০ বছরের বৃদ্ধ অসুস্থ হয়ে অর্ধমৃত অবস্থায় টানা ১২ দিন পড়ে ছিলেন। খবর পেয়ে ইউএনও আবদুর রহমান দ্রুত রাতেই তাকে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার এ মানবিক উদ্যোগ স্থানীয়দের হৃদয়ে গভীর দাগ কেটে দিয়েছে।

সচেতন মহল বলছে, একজন প্রশাসনিক কর্মকর্তার মানবিকতা ও নিষ্ঠা কেমন হওয়া উচিত, তার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন ইউএনও আবদুর রহমান। তার কার্যকর পদক্ষেপে উপজেলা প্রশাসন আরও গতিশীল হয়েছে। প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত মুরাদনগর গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

২০২৪ সালের ১৭ নভেম্বর বিদায়ী ইউএনও মোঃ সিফাত উদ্দিনের কাছ থেকে দায়িত্ব নেন মোঃ আবদুর রহমান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা এবং ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ছিলেন। এর আগে কুমিল্লা সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নোয়াখালী জেলার কৃতি সন্তান তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..