কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাস্তার পাশে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে ৩কিলোমিটার জায়গা জুড়ে তাল গাছের চারা রোপন কর্মসূচী পালিত হয়েছে।
চারা রোপনের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত হচ্ছেন তাড়াইল থানায় কর্মরত ওসি মোহাম্মদ সাব্বির রহমান।
ইতোমধ্যেই তিনি নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
মঙ্গলবার (৮অক্টোবর) বিকেল ৪টায় তাড়াইল-করিমগঞ্জ রোড এবং বেলাংকা বেড়িবাধঁ এলাকায় সড়কের দুই পাশে তাল গাছের চারা ও বীচ রোপন কর্মসূচি পালন করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ পপি খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবায় আমরা’ এর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাকিরুল ইসলাম বাকী। তিনি বলেন- তাড়াইল থানার ওসি মহোদয়ের এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
স্বেচ্ছাসেবী সংগঠন চিকনি ‘হিলফুল ফুযুল’ ও ‘দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান এনায়েত হোসেন শাহারিয়ার বলেন- “তাড়াইল থানার ওসি মহোদয়ের এমন উদ্যোগ পতিত জমিতে মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহ যোগাবে।” ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, এই থানায় যোগদানের পরে লক্ষ্য করি বজ্রপাতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এলাকায় তেমন তাল গাছ নেই, যাতে বজ্রপাত প্রতিরোধ করে মানুষের জীবন বাঁচাতে পারেন তাই আমি নিজ উদ্যোগে তালের চারা রোপন করার উদ্যোগ গ্রহণ করি। প্রথম ধাপে ৩শ তালের বীচ রোপন করি। পরবর্তী ধাপে আগামীকাল বিকাল ৩টায় দড়িজাহাঙ্গীরপুর রোডে ২শ তালের চারা রোপন করবো। তিনি আরও বলেন- এই কাজে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন’ ‘মানব সেবায় আমরা’ চিকনি হিলফুল ফুযুল’ আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছে। বজ্রপাতের হাত থেকে সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য মূলত এই উদ্যোগ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় ৩ কিলোমিটার জায়গা জুড়ে রাস্তার দুই পাশে রোপন করা হয়েছে প্রায় ৩শতাধিক তাল গাছের চারা বীচ।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন’ ‘মানব সেবায় আমরা’ চিকনি হিলফুল ফুযুল সহ এলাকার সচেতন মহল নিজেদের কাজের ফাঁকে ফাঁকে পরিচর্যা করলে এটা মানবকল্যাণে দৃষ্টান্ত হয়ে থাকবে।