‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় জাতীয় শিক্ষক দিবস-২০২৫ইং উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫অক্টোবর) সকাল ১০.৩০মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতির বক্তব্য প্রদান করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন। তিনি বলেন-শিক্ষক সমাজ গঠনের প্রধান কারিগর। তাঁরা শুধু জ্ঞান বিতরণ করেন না, বরং তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগান, তাদের স্বপ্ন দেখতে শেখান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলেন। শিক্ষক দিবস হলো সেই বিশেষ দিন, যেদিন আমরা শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এই দিনটি ঘোষণা করে। এ বছরের শিক্ষক দিবস ২০২৫-এর প্রতিপাদ্য ‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’—যা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনা তুলে ধরে।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান (বীর মুক্তিযোদ্ধা), উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নূরজাহান বেগম, দিগদাইড় ইউ. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, চর তালজাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন পারভীন, হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম খন্দকার, সহকারি প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, সহিলাটি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম (প্রমুখ)