সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীগঞ্জে খড়ের গাদায় চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামীলীগকে সংগঠিত করতে কাজ করছে দুই ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক ও যুবলীগ নেতা মনির আলাল দুলাল দুই ভাই আবারও বেপরোয়া ভারত বাংলাদেশ সীমান্তে মানবিক দৃষ্টান্ত তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের শুভ উদ্বোধন রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন বেতাগীতে শিক্ষার্থীকে নির্যাতন ও ভিডিও ছড়ানোর অভিযোগ ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি হতদরিদ্র কর্মহীনরা বাদ, ভেকুতে কাজ, কাবিটা প্রকল্পে অনিয়মের পাহাড় নান্দাইলে ইমাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ আমতলীতে মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো
  • আপলোডের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৫৯ বার পঠিত
রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন---------------- ছবি: সংগৃহীত

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনের ইতিহাস ও মর্যাদা রক্ষায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডকে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে যুক্ত করার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা এই সিদ্ধান্তকে “অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং জনগণের সঙ্গে বেইমানি” বলে আখ্যায়িত করেছেন।

মানববন্ধন কর্মসূচি
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় *“রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটি”*র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী। এসময় বক্তব্য রাখেন রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুম, সদস্য সচিব আলমগীর কবির শাহিন, কবি ও গবেষক নুর হাবিব স্বপন, আব্দুর রহিম বাবলু, মো. মাইদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান ও আদর রহমান প্রমুখ।

দাবিদাওয়া ও ক্ষোভ
বক্তারা বলেন, ঐতিহাসিকভাবে রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড সবসময় রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত ছিল। জনগণের মতামত উপেক্ষা করে হঠাৎ করেই এটিকে রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে।
তাঁদের অভিযোগ, আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের সঙ্গে আলোচনা না করে গোপনে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, যা কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।

সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী তার বক্তব্যে বলেন—
“ঐতিহাসিকভাবেই রংপুর-৩ আসনে আমাদের ৯নং ওয়ার্ডের অবস্থান। একে রংপুর-১ আসনে যুক্ত করা জনগণের ভোটাধিকার খর্ব করার শামিল। আমরা এই গেজেটকে মানি না, অবিলম্বে বাতিল চাই। না হলে জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

স্মারকলিপি প্রদান
মানববন্ধন শেষে স্থানীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন।

আন্দোলনের হুঁশিয়ারি
আসন রক্ষা কমিটির নেতারা জানান, জনগণের মতামতকে উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই টেকসই হবে না। তাঁরা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত ইতিবাচক উদ্যোগ নেওয়া না হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রংপুরজুড়ে আরও কঠোর ও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।

স্থানীয়দের অভিমত
৯নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন, “রংপুর-৩ আসনের ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা ও জনগণের আবেগকে উপেক্ষা করে এভাবে সীমানা পরিবর্তন করা অগ্রহণযোগ্য। এতে ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। নির্বাচন কমিশনকে জনগণের মতামতকে অবশ্যই সম্মান জানাতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..