রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়ার দাফন সম্পন্ন মোরেলগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে—রংপুরে সারজিস আলম তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নারী আহত, থানায় অভিযোগ শাপলা প্রতীক বরাদ্দ দেয়ার সুযোগ নেই: ইসি আনোয়ারুল বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনজিপির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন তাড়াইলে প্রথমবারের মতো গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় খেলাফত মজলিসের এমপি প্রার্থীর ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নারী আহত, থানায় অভিযোগ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৩ বার পঠিত
তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ .......................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

গত ১৭ অক্টোবর (শুক্রবার) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মমতা আক্তার (৩৬) বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আহত মমতার স্বামী মোঃ শামীম মিয়া (৫৬) বাদী হয়ে, ৭জনকে আসামি করে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন: মোঃ মস্তুফা মিয়া (৪০), মোঃ শাহজাহান মিয়া (৪২), পিয়াস মিয়া (১৮), নিয়াশা আক্তার (৩৫), তানিয়া আক্তার (৩০), অনুফা (৪০), ও মাকদুম মিয়া (১৮)।

অভিযোগ ও এলাকা সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সুপারি পাড়াকে কেন্দ্র করে আহত মমতার সাথে প্রতিপক্ষের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে খুন করার উদ্দেশ্যে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মমতা আক্তার সহ কয়েকজন আহত হন। আহতদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে, আহত মমতাকে দ্রুত চিকিৎসার জন্য তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রোগীর অবস্থা আশঙ্ক জনক দেখে, কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার পর থেকে ভুক্তভোগীরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ নিয়ে থানায় অভিযোগ দিয়ে তারা আইনি সহায়তা চেয়েছেন।

এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, “আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..